যশোরের বেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ নিয়ে ডিবিসি নিউজে সংবাদ প্রকাশের পর অভিযুক্ত আনসার সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৯শে জুলাই) আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এক আদেশে, প্রাথমিক পদক্ষেপ হিসেবে অভিযুক্ত ৪০ জন আনসার সদস্যকে বেনাপোল থেকে অন্যত্র বদলি করা হয়েছে।
বেনাপোল বন্দরের নবনিযুক্ত আনসার কমান্ডার, শ্রী অসিত কুমার, এই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার স্বার্থেই এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বেনাপোল স্থলবন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। প্রথম পর্যায়ে ৪০ জনকে বদলি করা হলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে যে পর্যায়ক্রমে বাকি সদস্যদেরও বদলি করা হতে পারে।
এর আগে গত ২৮শে জুলাই ডিবিসি নিউজে একটি সচিত্র প্রতিবেদন প্রচারিত হয়, যেখানে দেখানো হয় কীভাবে বন্দরের বিভিন্ন প্রবেশপথে 'বকশিশ'-এর নামে প্রতিটি ট্রাক থেকে ২০ থেকে ৪০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছিল। সংবাদটি প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয় এবং এর ফলস্বরূপ এই বদলির আদেশ আসে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বন্দরের আমদানি-রপ্তানি পণ্যের নিরাপত্তা এবং পণ্যবাহী ট্রাকের গেট পাস পরীক্ষা-নিরীক্ষার জন্য ১৬৩ জন আনসার সদস্যের পাশাপাশি বেসরকারি নিরাপত্তা সংস্থা 'পিমা'-এর ১২৯ জন সদস্যও কর্মরত রয়েছেন। উভয় সংস্থার সদস্যদের বিরুদ্ধেই দীর্ঘদিন ধরে ট্রাকে প্রবেশ ও প্রস্থানের সময় চাঁদাবাজির অভিযোগ ছিল।
কর্তৃপক্ষ অভিযোগের সত্যতা পাওয়ায় প্রাথমিকভাবে আনসার সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নিরাপত্তা সংস্থা পিমার সদস্যদের বিরুদ্ধেও যেকোনো সময় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
ডিবিসি/এএমটি