বাংলাদেশ, জেলার সংবাদ

বেরোবির ১ নম্বর ফটক ও পার্কমোড়কে শহিদ আবু সাঈদ চত্বর ঘোষণা

রংপুর অফিস

ডিবিসি নিউজ

বুধবার ১৭ই জুলাই ২০২৪ ০৭:১৭:৩৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কোটা‌ সংস্কার আন্দোলনে নিহত‌ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের গায়েবানা জানাজা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ই জুলাই) দুপুর ২টায় বেরোবির মূল ফটকে এই জানাজায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে শত শত সাধারণ শিক্ষার্থীও অংশ নেন। এসময় নিহত আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়া স্থানকে শহীদ আবু সাঈদ চত্বর হিসেবে ঘোষণা করেন আন্দোলনকারীরা। জানাজা শেষে শিক্ষার্থীরা ‘আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না’; এমন স্লোগানে স্লোগানে একটি বিক্ষোভ র‌্যালি বের করে পার্কমোড় হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

পরে বেরোবির ১ নম্বর ফটকে মিলিত হয়ে কোটা সংস্কারের এক দফা দাবির সঙ্গে নিহত আবু সাঈদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এসময় নিহত আবু সাঈদের গুলিবিদ্ধ স্থান বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটককে স্মরণীয় করে রাখতে শহীদ আবু সাঈদ ফটক হিসেবে ঘোষণা করে আন্দোলনকারীরা।

বেরোবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী রহমত আলী কোটা সংস্কার আন্দোলন সফল ও নিহত আবু সাঈদের বিচার না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তবে শোকাহত আজকের দিনে আন্দোলন সীমিত করে আগামীকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় রেখে আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান এই শিক্ষার্থী।

এদিকে সকাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। আর আজ সকালে বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন