বৈশ্বিক এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দারের সঙ্গে তাঁর প্রথম বৈঠকে রুবিও এই প্রশংসা করেন বলে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর (এফও) জানিয়েছে।
আট দিনের যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার (২৪শে জুলাই) রাতে ওয়াশিংটনে পৌঁছান ইশহাক দার। এর আগে তিনি নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফিলিস্তিন বিষয়ক সম্মেলনসহ বিভিন্ন উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, রুবিওর সঙ্গে দারের এটিই প্রথম সরাসরি সাক্ষাৎ, যদিও এর আগে তাঁদের মধ্যে ফোনে কথা হয়েছে। বৈঠকে রুবিও সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের "অবিরাম ত্যাগের" স্বীকৃতি দেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়, "পাকিস্তান বৈশ্বিক ও আঞ্চলিক শান্তিতে সর্বদা ইতিবাচক ভূমিকা পালন করেছে।"
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, প্রযুক্তি এবং খনিজ খাতে সহযোগিতা বৃদ্ধি, সন্ত্রাস দমন এবং আঞ্চলিক শান্তি আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বের প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি সাম্প্রতিক পাকিস্তান-ভারত উত্তেজনায় যুক্তরাষ্ট্রের ভূমিকাকে "প্রশংসনীয়" বলে অভিহিত করেন। দার বলেন, "পাকিস্তান ও যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কে আরও সম্প্রসারণ ও স্থিতিশীলতা চায়।"
তিনি আরও বলেন, পাকিস্তান আমেরিকান ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত পাকিস্তানিরা দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে।
উভয় নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে এবং বিভিন্ন ক্ষেত্রে একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তথ্যসূত্র পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
ডিবিসি/এমইউএ