বাংলাদেশ, অর্থনীতি

'বৈশ্বিক নয় দুর্বল আর্থিক কাঠামোর জন্যই বাংলাদেশের সংকট বাড়ছে'

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১১ই আগস্ট ২০২২ ০৬:৫৯:৫৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলমান অর্থনৈতিক দুরাবস্থার জন্য বৈশ্বিক সংকট নয় বরং দেশের দূর্বল আর্থিক কাঠামোকে দুষলেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। সংকট থেকে বেরিয়ে আসছে সরকারকে দ্রুত একটি অর্থনৈতিক সমঝোতায় আসার তাগিদ দিচ্ছেন তিনি।

বৃহস্পতিবার সকালে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে ড. দেবপ্রিয় চলমান আর্থিক সংকটের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, 'বাংলাদেশকে দীর্ঘদিন একটি উচ্চ প্রবৃদ্ধির দেশ হিসেবে উপস্থাপন করা হলেও সংকটে সরকারের আচারণ একটি দরিদ্র সরকারের মত।'

 

দেবপ্রিয় বলেন, 'এই সরকার গেল অর্থবছরের ১১ মাসে সাড়ে ১৬ হাজার কোটি টাকার বেশি বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ দিতে পারলেও জ্বালানি তেলের ভর্তুকি দিতে পারছেনা।'

 

তিনি অভিযোগ করেন, আর্থিক খাতে সরকারের নেয়া দূর্বল নীতি ও দুর্নীতি বন্ধ করতে না পারার ব্যর্থতায় অর্থনীতি এখন বড় সংকটের দিকে যাচ্ছে। দেবপ্রিয়ের শঙ্কা চলমান সংকট আগামী ২৪ সালের আগে কাটবে না। এ বাস্তবতায় সংকট উত্তরণের আগামী দুই থেকে তিন বছর মেয়াদী পরিকল্পনা নেয়ার তাগিদও দেন তিনি।

আরও পড়ুন