রাজধানীর প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় আটচল্লিশ ঘণ্টার মধ্যে বাকিদের না ধরলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতা ইশরাক হোসেন।
সোমবার (২১শে এপ্রিল) দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়য়ের সামনে অবস্থান ছাত্রদলের কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় তিনি বলেন, নৃশংস হত্যাকাণ্ডে যারাই জড়িত, তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। কেউ যদি এখনো ধরা-ছোঁয়ার বাইরে থাকে, তাকেও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ইশরাকের অভিযোগ, ৫ই আগস্টের পর থেকে ছাত্রদলের ওপর সাধারণ শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অনেকে হামলা চালাচ্ছে।
বৈষম্যবিরোধী আন্দোলনে যারা ছিলেন তাদের ৯০ শতাংশ ক্যাম্পাসে ফিরে গেলে সংগঠন কে চালাচ্ছে-প্রশ্ন রাখেন ইশরাক হোসেন। বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে আর কোনো অপকর্ম করতে দেয়া হবেও না হুঁশিয়ারি দেন তিনি।
ডিবিসি/এএনটি