বাংলাদেশ, রাজনীতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব কমিটি স্থগিত

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ২৭শে জুলাই ২০২৫ ০৬:৫৬:৩৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

আজ (রবিবার) বিকেলে ঢাকায় এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ।

 

সংগঠনের ব্যানার ব্যবহার করে বিভিন্ন স্থানে ‘অপকর্ম’ সংঘটিত হওয়ার অভিযোগের প্রেক্ষিতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে রিফাত রশিদ বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে যে অপকর্ম হচ্ছে, তা কোনোভাবেই বরদাশত করা হবে না। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি, যারা এসব অপকর্মের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।"

 

তিনি আরও বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো। বাংলাদেশের ইতিহাসে কোনো ছাত্র আন্দোলন কর্তৃক নিজেদের ভুলের দায় স্বীকার করে সারাদেশের কমিটি স্থগিত করার ঘটনা এটাই প্রথম।"

 

এই সিদ্ধান্তকে একটি ঐতিহাসিক এবং আত্মশুদ্ধিমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন সংগঠনের নেতারা। তারা বলছেন, আন্দোলনের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। যে আদর্শ ও উদ্দেশ্য নিয়ে এই আন্দোলন গড়ে উঠেছিল, তার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

কেন্দ্রীয় কমিটি এখন থেকে সংগঠনের পরবর্তী কর্মপন্থা নির্ধারণ এবং সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের বিষয়ে কাজ করবে বলে জানানো হয়েছে। কবে নাগাদ স্থগিত কমিটিগুলো পুনরায় কার্যক্রম শুরু করতে পারবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি।
 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন