বাংলাদেশ, জেলার সংবাদ

বৈষম্যের শিকার উত্তরাঞ্চলের সম্ভাবনাময় জেলা নাটোর

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৮ই মে ২০২৫ ০১:২৭:৩৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নেই কোনো ভালো শিক্ষাপ্রতিষ্ঠান, দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত থাকা সত্বেও নেই চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্প, দেশের দ্বিতীয় সর্বোচ্চ মৎস্য উৎপাদনকারী হলেও নেই সংরক্ষণাগার, ভারী শিল্পের মধ্যে শুধুমাত্র দুটো চিনিকল যা ইতিমধ্যে রুগ্ন হয়ে পড়েছে। অপার সম্ভাবনা থাকলেও বৈষম্যের শিকার উত্তরাঞ্চলের জেলা নাটোর।

এক হাজার ৯০০ বর্গ কিলোমিটার আয়তনের ২০ লাখ জনসংখ্যা অধ্যুষিত ইতিহাস ঐতিহ্যের জেলা নাটোর।  

 

কৃষি প্রধান এলাকা হওয়ার সত্বেও শুধুমাত্র দুটি চিনিকল ছাড়া এখানে গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কোন শিল্প। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়তও এই জেলায়। কিন্তু এর সুফল ভোগ করতে পারেন না এখানকার ব্যবসায়ীরা।

 

চারপাশের জেলাগুলোতে শিল্পে গ্যাস সংযোগ থাকলেও নাটোরে গ্যাস না থাকায় উৎপাদন খরচ পড়ছে বেশি। তাই প্রতিযোগিতায় পেরে ওঠছেন না এখানকার ব্যবসায়ীরা। আবার স্থান সংকুলান না হওয়া ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে বিসিক শিল্প নগরীতেও শিল্প সম্প্রসারণের নেই কোন সুযোগ।

 

এছাড়াও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি থাকলেও তা দেখেনি আলোর মুখ। ২৫০ শয্যার হাসপাতাল অবকাঠামো থাকলেও এর কোন সুযোগ-সুবিধা ভোগ করতে পারছে না জেলার জনগণ।

 

এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।  

 

সর্বোপরি নেই নেই নেই এর নাটোর চরম বৈষম্যের একটি জ্বলন্ত উদাহরণ বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন