বাংলাদেশ, রাজধানী

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জাহেদুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

ডিবি পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত ‘জুলাই গণহত্যা’র ঘটনাসহ ঢাকা ও চট্টগ্রামে জাহেদুল হকের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি অন্যতম আসামি।

 

গোয়েন্দা পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত জাহেদুল হকের গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরায়। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দলের একজন অন্যতম অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত।

 

রাজনৈতিক পরিচয়ের বাইরেও জাহেদুলের বিরুদ্ধে নানাবিধ গুরুতর অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং ব্যাংকের জমি জবরদখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। বর্তমানে তাকে ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন