স্পেন এবং পর্তুগালে বিশাল বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এতে দেশগুলোর প্রায় সকল শহরগুলো বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগবিহীন হয়ে পড়ে। ট্র্যাফিক লাইট বিচ্ছিন্ন হয়ে যায়, রাস্তাঘাট এবং বিমানবন্দরে বিশৃঙ্খলা দেখা দেয় এবং উভয় দেশই জরুরি অবস্থা ঘোষণা করে। সোমবার (২৮শে এপ্রিল) এ পরিস্থিতির শিকার হয়েছে দেশ দুটি।
সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, পর্তুগালের গ্রিড অপারেটর রেডেস এনার্জেটিকাস ন্যাসিওনাইস (REN) জানিয়েছে, দুপুরের পরপরই পুরো আইবেরিয়ান উপদ্বীপ এবং ফ্রান্সের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েক ঘন্টা পরে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন যে, কর্তৃপক্ষ এখনও নিশ্চিত নয় ব্ল্যাকআউটের কারণ কী।
বিভ্রাটের ফলে আলো এবং বিদ্যুতের সকেট বিচ্ছিন্ন হয়ে যায় এবং পাতাল রেল ব্যবস্থা হঠাৎ বন্ধ হয়ে যায়। মাদ্রিদে লাইট নিভে যাওয়ার পর রাস্তায় যানজট তৈরি হয়।
বিদ্যুৎ বিভ্রাটের কারণ স্পষ্ট ছিল না, তবে এর প্রভাব ছিল নাটকীয়। পরিবহন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল এবং উভয় দেশের সরকার দ্রুত এই সমস্যা মোকাবেলা করার জন্য সমন্বিত জরুরি বৈঠকের আয়োজন করে। বর্তমানে ধীরে ধীরে বিদ্যুৎ ফিরতে শুরু করেছে দেশ দুটিতে।
ডিবিসি/এমএ