ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের প্রতীক ব্যালন ডি'অরের জন্য ২০২৪-২৫ মৌসুমের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফরাসি ফুটবল সাময়িকী 'ফ্রান্স ফুটবল'।
এবারের তালিকায় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো মহাতারকারা না থাকলেও, তাদের উত্তরসূরিরা ঠিকই জায়গা করে নিয়েছেন। তালিকায় সবচেয়ে বেশি ৯ জন খেলোয়াড় মনোনীত হয়েছেন ফরাসি জায়ান্ট ও ট্রেবল জয়ী প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে।
পিএসজির উসমান দেম্বেলে, ভিতিনিয়া ও আশরাফ হাকিমি ব্যালন ডি'অর জয়ের দৌড়ে রয়েছেন। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে চারজন মনোনীত হয়েছেন, যার মধ্যে আছেন লামিনে ইয়ামাল, রাফিনিয়া ও রবার্ট লেভানডোস্কি। রিয়াল মাদ্রিদ থেকে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম ও ভিনিসিয়্যুস জুনিয়র মনোনয়ন পেয়েছেন।
গত মৌসুমে ৩৭ গোল, ১৬ অ্যাসিস্ট এবং চ্যাম্পিয়ন্স লিগসহ চারটি শিরোপা জেতায় পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলেকে পুরস্কার জয়ের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে। তার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা হচ্ছে বার্সেলোনার লামিনে ইয়ামাল ও রাফিনিয়াকে। ইয়ামাল ২১টি গোল করার পাশাপাশি ২৬টি গোলে সহায়তা করেছেন, আর রাফিনিয়া ৩৯টি গোল ও ২৫টি অ্যাসিস্ট করেছেন। লিভারপুলকে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতানো মোহাম্মদ সালাহও লড়াইয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেন।
খেলোয়াড়দের পাশাপাশি বর্ষসেরা কোচের মনোনয়নও দেওয়া হয়েছে, যেখানে পিএসজি বস লুইস এনরিকের সঙ্গে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকের মূল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। মৌসুম সেরা ক্লাবের দৌড়েও পিএসজি এগিয়ে আছে। আগামী ২২ সেপ্টেম্বর বিজয়ীর নাম ঘোষণা করা হবে, যেখানে সেরা ৩০ থেকে মাত্র একজন জিতবেন এই সোনালী ট্রফি।
ডিবিসি/এএমটি