সপ্তাহের ব্যবধানে পোল্ট্রি ফিডের উৎপাদন খরচ কেজিতে ৭ থেকে ৮ টাকা বেড়েছে। আমদানিকারকরা কাঁচামালের দাম বাড়ানোয় এই খরচ বেড়েছে বলে অভিযোগ ক্ষুদ্র এবং মাঝারি ফিড মিল মালিকদের। এর প্রভাবে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম বাড়তে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে।
পোল্ট্রি এবং লেয়ার মুরগির প্রধান খাবার ফিডের দামের ওপর ব্রয়লার মুরগি ও ডিমের দাম নির্ভর করে। ফিড মিল মালিকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকলেও আমদানিকারকরা দেশের বাজারে ফিড মিলের কাঁচামালের দাম কেজিতে প্রায় ২৬ টাকা বাড়িয়েছে। ফলে বর্তমানে লেয়ার ফিড ৫৫ থেকে ৫৮ টাকা এবং ব্রয়লার ফিড ৬৫ থেকে ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। বাংলা ইউকে এগ্রো প্রোডাক্টস লিমিটেডের সিইও মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, দ্রুত কাঁচামালের দাম না কমলে বাজারে ফিড মিলের দাম আরও বাড়বে।
এমন পরিস্থিতিতে ব্রয়লার ডিম এবং মুরগির দাম বাড়ার শঙ্কায় আছেন খামারিরা, যেমনটা বলছিলেন অনিক পোলট্রি ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ ইকবাল হোসেন। খুচরা বাজারে এরইমধ্যে ডিম এবং মুরগির দাম ঊর্ধ্বমুখী।
এদিকে, টিকে গ্রুপের পরিচালক শফিউল আতহার তাসলিমের মতো মিল মালিকরা (আমদানিকারক) ফিডের কাঁচামালের দাম বাড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন।
অর্থনীতিবিদ অধ্যাপক ড. শাহাদত হোসেন সিদ্দিকী মনে করেন, সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে না পারলে বাজার স্থিতিশীল হবে না। তিনি আরও জানান, দেশের বাজারে একে অপরের ওপর দোষ চাপিয়ে অনেকে অতিরিক্ত মুনাফা করেন। বাজার স্থিতিশীল রাখতে এখনই তদারকি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা।
ডিবিসি/পিআরএএন