লাতিন বাংলা সুপার কাপের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৭ দল ও প্রবাসীদের নিয়ে গঠিত ‘রেড-গ্রিন ফিউচার স্টার’ দলটি ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দোর কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে।
জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে লাতিন ফুটবলের গতি আর কৌশলের কাছে বাংলাদেশি তরুণদের প্রতিরোধ প্রথমার্ধেই ভেঙে পড়ে। ম্যাচের ২৭তম মিনিটে প্রথম গোল করে লিড নেয় সাও বার্নার্দো এবং মাত্র চার মিনিটের ব্যবধানে ব্যবধান দ্বিগুণ করে তারা। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে ব্রাজিলিয়ান ক্লাবটি। ৫২তম মিনিটে তৃতীয় গোল হজম করার পর শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের বড় হার নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। পল্টনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের শুরুতে অব্যবস্থাপনা ও প্রচারের অভাবে গ্যালারিতে দর্শক খরা দেখা গেছে।
আয়োজকরা শেষ মুহূর্তে টিকিটের দাম কমালেও তা দর্শক টানতে ব্যর্থ হয়। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আর্জেন্টিনার ক্লাব অ্যাতলেটিকো চার্লোনের বিপক্ষে, যা তরুণদের জন্য আরেকটি বড় পরীক্ষার মঞ্চ হতে যাচ্ছে।
ডিবিসি/এএমটি