মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান শুল্ক ও নিষেধাজ্ঞার চাপ উপেক্ষা করে ব্রাজিলের সুপ্রিম কোর্ট অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে গৃহবন্দী করেছে। সোমবার (৫ই আগস্ট) সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্ডার ডি মোরেস এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিশ্বরাজনীতিতে বলসোনারো ব্রাজিলের ট্রাম্প নামে পরিচিত।
গত সপ্তাহেই মার্কিন ট্রেজারি বিভাগ এই বিচারপতির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। আদেশে বলা হয়েছে, বলসোনারো আদালতের পূর্ববর্তী নিষেধাজ্ঞা অমান্য করেছেন এবং এই মামলায় ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছেন, যার ফলেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হলো।
সোমবার সন্ধ্যায় পুলিশ বলসোনারোর ব্রাসিলিয়ার বাসভবনে গিয়ে তাকে গৃহবন্দী করে এবং তার মোবাইল ফোন জব্দ করে। আদেশে তাকে মোবাইল ফোন ব্যবহার এবং আইনজীবী ও আদালত কর্তৃক অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কারো সাথে দেখা করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এদিকে ব্রাজিলের সর্বোচ্চ আদালতের এই রায়ের কঠোর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। আর বলসোনারোর আইনজীবীরা এক বিবৃতিতে জানিয়েছেন, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।
বলসোনারোর ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারো এই আদেশকে বিচারক মোরেসের ওপর মার্কিন নিষেধাজ্ঞার 'প্রতিশোধ' হিসেবে আখ্যায়িত করেছেন।
এই মামলার সূত্রপাত হয় মূলত নির্বাচন অস্বীকারকারী একটি আন্দোলনকে কেন্দ্র করে, যা ২০২৩ সালের জানুয়ারিতে ব্রাসিলিয়ায় ভয়াবহ দাঙ্গায় রূপ নেয়। এই ঘটনাকে অনেকেই ট্রাম্পের পরাজয়ের পর ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটনে ক্যাপিটল হিলের দাঙ্গার সঙ্গে তুলনা করেন।
সূত্র: রয়টার্স
ডিবিসি/এমএআর