আন্তর্জাতিক

ব্রাজিলের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই জুলাই ২০২৫ ০৮:৫৯:৩৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের আমদানি পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

বুধবার (৯ই জুলাই) এই ঘোষণা দেওয়ার সময় তিনি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর প্রতি দেশটির 'আচরণের' কারণ দেখিয়েছেন। এতে স্পষ্টতই বোঝা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের নেতার শুল্ক আরোপের ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষোভ অর্থনীতির চেয়েও বেশি কার্যকর ভূমিকা রাখছে।

 

ট্রাম্প ব্রাজিলের ক্ষেত্রে তার প্রচলিত শুল্ক আরোপের ফর্ম ব্যবহার করেননি। পরিবর্তে, তিনি সরাসরি বোলসোনারোর বিরুদ্ধে চলা বিচার প্রক্রিয়ার সাথে এই শুল্ককে যুক্ত করেছেন। বোলসোনারো ২০২২ সালের নির্বাচনে তার পরাজয়কে উল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে অভিযুক্ত। ট্রাম্প বোলসোনারোকে তার বন্ধু হিসেবে বর্ণনা করেছেন এবং উভয়ই ক্ষমতায় থাকাকালীন ২০২০ সালে মার-এ-লাগো রিসোর্টে ব্রাজিলীয় সাবেক প্রেসিডেন্টকে আতিথ্য দিয়েছিলেন।

 

ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক চিঠিতে ট্রাম্প লিখেছেন, "এই বিচার হওয়া উচিত নয়। এটি একটি ডাইনি শিকার, যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত!"

 

ট্রাম্পের এই পদক্ষেপের পেছনে এক ধরনের সখ্যতা দেখা যাচ্ছে, কারণ তিনিও ২০২৩ সালে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট তার শুল্ক সংক্রান্ত চিঠিটি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পাঠিয়েছেন, যিনি ২০২২ সালে বোলসোনারোকে পরাজিত করেছিলেন।

 

লুলা এক জোরালো বিবৃতিতে ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে, এই পদক্ষেপ দেশটির অর্থনৈতিক পারস্পরিকতা আইনকে সক্রিয় করবে। এই আইন অনুযায়ী, যেসব দেশ ব্রাজিলের প্রতিযোগিতামূলকতাকে ক্ষতিগ্রস্ত করে, তাদের বিরুদ্ধে বাণিজ্য, বিনিয়োগ এবং মেধা সম্পত্তি চুক্তি স্থগিত করা যেতে পারে।

 

তিনি উল্লেখ করেন যে, গত ১৫ বছরে যুক্তরাষ্ট্রের ব্রাজিলের সঙ্গে পণ্য ও সেবা বাণিজ্যে ৪১০ বিলিয়ন ডলারেরও বেশি উদ্বৃত্ত ছিল। লুলা বলেছেন, "ব্রাজিল একটি সার্বভৌম দেশ যার স্বাধীন প্রতিষ্ঠান রয়েছে, যা কারো দ্বারা পরিচালিত হতে রাজি নয়।"

 

বোলসোনারো গত জুনে দেশের সুপ্রিম কোর্টে ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় থাকার কথিত ষড়যন্ত্র নিয়ে সাক্ষ্য দিয়েছিলেন। আগামী মাসগুলোতে আরও ২৬ জন অভিযুক্তের বক্তব্য শুনবেন বিচারকরা এবং আইনি বিশ্লেষকরা বলছেন, সেপ্টেম্বরের শুরুতেই একটি সিদ্ধান্ত আসতে পারে। দেশটির নির্বাচন কর্তৃপক্ষ এরই মধ্যে বোলসোনারোকে ২০৩০ সাল পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে নিষিদ্ধ করেছে।

 

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক সিদ্ধান্তের বিষয়ে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো মন্তব্য করেননি, তবে লিখেছেন যে তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে।

 

লুলা তার বিবৃতিতে দেশের বিচার ব্যবস্থার পক্ষে কথা বলেছেন, "যারা অভ্যুত্থানের পরিকল্পনা করেছিল তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম ব্রাজিলের বিচার বিভাগের এখতিয়ারভুক্ত এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতায় হস্তক্ষেপ বা হুমকির অধীন নয়।"

 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন