ব্রাজিলের সুপ্রিম কোর্ট দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে। বৃহস্পতিবার (১১আ সেপ্টেম্বর) আদালত পাঁচজন বিচারপতির মধ্যে চারজনের সমর্থনে এই রায় ঘোষণা করেন।
বলসোনারো ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এই মামলায় তার পাশাপাশি সাবেক মন্ত্রী এবং সামরিক বাহিনীর প্রধানসহ আরও সাতজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ৭০ বছর বয়সী বলসোনারোর বিরুদ্ধে ২০২২ সালে নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতা থেকে উৎখাতের চেষ্টাসহ পাঁচটি অভিযোগ আনা হয়েছিল এবং তিনি সবগুলোতেই দোষী সাব্যস্ত হয়েছেন। ধারণা করা হচ্ছে, এই রায়ের ফলে তাকে বাকি জীবন কারাগারেই কাটাতে হতে পারে।
সাবেক এই সেনা কর্মকর্তা নিজেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে দাবি করেছেন এবং বর্তমানে তিনি গৃহবন্দী অবস্থায় আছেন।
এই রায়ের ফলে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলসোনারোর সাজার ঘটনায় বিস্ময় ও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। এর আগে, গত ৯ জুলাই ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের ওপর কঠোর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন যে, তার ডানপন্থী মিত্র জইর বলসোনারোকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। এরপর ব্রাজিলের কিছু পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক আরোপ করে।
ডিবিসি/এফএইচআর