বাংলাদেশ, জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ১লা সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৬:০১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের মাদক বিরোধী এক অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১লা সেপ্টেম্বর) ভোরে উপজেলার ইছাপুরা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।

 

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ভোর সাড়ে পাঁচটার দিকে মির্জাপুর এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মায়ের দোয়া এলপিজি গ্যাস পাম্পের সামনে থেকে গাঁজা বোঝাই একটি পাঁচ টনের ট্রাক আটক করা হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

ঘটনাস্থল থেকে যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন বাগেরহাট জেলার আলমাছ মিয়া এবং ময়মনসিংহ জেলার শাকিল মিয়া। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

 

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম জানান, "আটককৃত গাঁজা ও ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"

 

গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এই অভিযানের ফলে এলাকায় মাদকের বিস্তার কিছুটা হলেও রোধ করা সম্ভব হবে বলে স্থানীয়রা মনে করছেন।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন