বাংলাদেশ, জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বজ্রপাতে ৫ জনের প্রাণহানি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ১১ই মে ২০২৫ ০৭:৫০:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় পাঁচজন নিহত হয়ছে। রবিবার (১১ই মে) বিকেলে জেলার নাসিরনগর ও আখাউড়ায় উপজেলায় এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন- সরাইলের কালিকচ্ছ গ্রামের আব্দুর রাজ্জাক, নাসিরগরের গোর্কণ গ্রামের শামসুল হুদা, ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের জাকিয়া বেগম, আখাউড়া উপজেলার রুটি গ্রামের সেলিম মিয়া ও বনগজ গ্রামের জামির খাঁ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে নাসিরনগরের টেকানগর গ্রামে ধান কাটার সময় বজ্রাপাতে আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে মারা যায়। এছাড়াও উপজেলার গোকর্ণ গ্রামের বেড়িবাঁধ এলাকায় ফসলি মাঠে কাজ করার সময় শামসুল হুদা নামে আরও এক কৃষক বজ্রপাতে মারা যায়। ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ফুফুর বাড়িতে বেড়াতে এসে বিকেলে শিশুদের খেলা করার সময় হঠাৎ বজ্রপাতে সে ঘটনাস্থলেই মারা যায়।


এদিকে আখাউড়া উপজেলার বনগজ গ্রামের ধান কাটার মেশিন নিয়ে মাঠে যাওয়ার সময় জামির খাঁ এবং রুটি গ্রামে নিজ ধানি জমিতে কাজ করার সময় সেলিম মিয়া বজ্রাপাতে নিহত হয়।


আখাউড়া ও নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পাঁচজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ নেওয়া হয়েছে।


ডিবিসি/এএনটি

আরও পড়ুন