বাংলাদেশ, জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল পল্লী বিদ্যুৎ কর্মীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৬ই আগস্ট ২০২৫ ০৭:৩৬:০২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলাউদ্দিন হায়দার (৫০) নামে পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইন টেকনেশিয়ানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ বুধবার (৬ই আগস্ট) দুপুর ৩টার দিকে আখাউড়া উপজেলার রামধননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আলাউদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। তিনি আখাউড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে গত তিন মাস ধরে কর্মরত ছিলেন।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রামধননগর এলাকার গ্রাহক রজব আলীর বাসায় বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন আলাউদ্দিন। এ সময় মূল ফিডার চালু থাকা অবস্থায় সার্ভিস ড্রপ লাইনে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হয়, তবে তার আগেই মৃত্যু ঘটে।

 

ঘটনাটির সময় হৃদয় আহমেদ (২৫) নামে অপর এক ব্যক্তি আহত হন। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার মৃত মাসুক মিয়ার ছেলে। বর্তমানে তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তা ব্যবস্থা না রেখে বিদ্যুৎ সংযোগের কাজ করা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন