বাংলাদেশ, জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলে এসে প্রকাশ্যে গুলি, আহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রকাশ্যে গুলি করে রাব্বি মিয়া নামে এক যুবককে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১২ই ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে নবীনগর পৌরসভার কোর্ট রোডের কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুইজন অজ্ঞাত ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে রাব্বি মিয়ার উপর পর পর দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন।

 

স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহত রাব্বিকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ রাব্বি মিয়ার বাড়ি নবীনগর উপজেলার শাহবাজপুর গ্রামে। তার বাবার নাম হেলাল উদ্দিন।

 

এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গুলিবর্ষণকারীদের শনাক্ত করতে এবং তাদের গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন