বাংলাদেশ, জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৮ই জুন ২০২৪ ১২:৩৪:২৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় মনিরুল ইসলাম নামের আরও একজন আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৭ জুন) জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন জেলার বিজয়নগর উপজেলার মেরাসানী গ্রামের ওবায়দুর রহমান খানের ছেলে রবিউল খান (৫০) ও হুমায়ুন খান (৪৫)।

 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার শ্যানাল বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন