বাংলাদেশ, জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের আটদিনের মাথায় স্বামীকে খুন স্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ১৭ই মে ২০২৫ ০৫:২৭:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের আটদিনের মাথায় স্বামীকে হত্যা করেছে স্ত্রী। শুক্রবার (১৬ই মে) গভীর রাতে পৌর এলকার মসজিদ পাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।

আজ শনিবার (১৭ই মে) নিহত মেহেদী হাসান (২৮) এর মরদেহ উদ্ধার করে পুলিশ। মেহেদী কুমিল্লা জেলার বুড়িচং এলাকার জলফু মিয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক স্ত্রী জান্নাত আক্তারকে আটক করেছে পুলিশ। 

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, কুমিল্লার ওই যুবক প্রায় ২০ বছর ধরে তার মাকে নিয়ে আখাউড়া মসজিদ পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। গত ৯ মে পারিবারিকভাবে আখাউড়া পৌর শহরের মসজিদ পাড়ার আল আমিনের মেয়ে জান্নাত আক্তারের সঙ্গে বিয়ে হয় মেহেদীর। তবে বিয়ের পর থেকে স্বামীকে মেনে নিতে পারছিলো না জান্নাত। 

 

শুক্রবার রাত ১০টার দিকে মেহেদী হাসান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে নিহতের স্ত্রী বাড়ির মালিককে ডেকে বলে তার স্বামী অসুস্থ। বাড়ির মালিক ও স্থানীয় লোকজন গিয়ে দেখে মেহেদী হাসান ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে। তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, অন্য একজন ছেলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিলো। বিয়ের পর স্বামী বেশি বেশি শাররিক সম্পর্ক করলে সেটি ওই নববধূ মেনে নিতে পারছিলেন না। শুক্রবার রাতে একাধিকবার শারিরিক সম্পর্কে আপত্তি জানান। স্বামী এতে রাজি না হলে কৌশলে ঘুমের ওষুধ খাওয়ান। পরে বালিশ চাপা দিয়ে স্বামীকে হত্যা করেন। পুলিশ অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী হত্যার কথা স্বীকার করে দু'টি কারণও বলেছে।

 

ডিবিসি/অমিত

আরও পড়ুন