বাংলাদেশ, জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় হাঁস নিয়ে মারামারি, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২৬শে মে ২০২৫ ০২:২৩:০৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় হাঁসকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে মারামারিতে অন্তত ১০ জন আহত হয়েছেন। উপজেলার খাদরাইল গ্রামের ছানু বাড়ি, সাবুদ আলী বাড়ি ও বড় বাড়ি গোষ্ঠীর লোকজনের সঙ্গে আক্তার চেয়ারম্যানের বাড়ির লোকজনের এই সংঘর্ষ বাঁধে।

সোমবার (২৬শে মে) সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সিবাড়ির গিয়াসউদ্দিন সরদারের বাড়ির পাশে সরকারি খাস পুকুরে কাশেমের হাঁস যাওয়ায় বিল্লাল ও গিয়াস উদ্দিনের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা কাশেমের লোকজনকে বারণ করে এবং দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালায়।

 
সংঘর্ষ চলাকালীন সময়ে বেশ কয়েকটি বাড়িঘর, গেট ভাঙচুর ও কুপিয়ে নষ্ট করা হয়। এছাড়াও, তিনটি বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর পুকুরের পানিতে খাটের ম্যাট্রেস, ছানি, বালিশ, ফ্রিজ, টিভি ও অন্যান্য আসবাবপত্র ভাসতে দেখা যায়।

 

অন্যদিকে, বিল্লাল অভিযোগ করেন যে, আগের দিন কাশেমের বাড়ির লোকজন রাস্তা দিয়ে আসার সময় তার মেয়ের চোখে আঘাত করে। বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে স্বাভাবিক রয়েছে।

 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন