ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি পিকআপ গাড়ি থেকে ৬৬ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ।
কসবা থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১লা সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার ৯নং কায়মপুর ইউনিয়নের কায়মপুর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। নয়নপুর-টু-কসবা সড়কে পরিচালিত এই অভিযানে মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়িসহ ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত গাঁজা ও পিকআপটি জব্দ তালিকাভুক্ত করা হয়।
এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের বিরুদ্ধে কসবা থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ডিবিসি/এনএসএফ