বিনোদন, হলিউড

ব্রিটিশ অভিনেত্রী জেন বার্কিনের ব্যাগ নিলামে, দাম উঠল ১০ মিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫ ১০:৪৩:০৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফ্যাশন ও আভিজাত্যের জগতে নিলাম একটি পরিচিত ঘটনা, যেখানে তারকার ব্যবহৃত জিনিসপত্র আকাশছোঁয়া দামে বিক্রি হয়। তবে সম্প্রতি ব্রিটিশ অভিনেত্রী জেন বার্কিনের ব্যবহৃত একটি সাধারণ হাতব্যাগ ১০ মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৭ কোটি টাকা) বিক্রি হয়ে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছে।

হার্মেস ব্র্যান্ডের এই ব্যাগটি 'বার্কিন ব্যাগ' নামেই পরিচিত, যা জেনের নামানুসারেই নামকরণ করা হয়েছিল।

 

নিলামে ওঠা এই ব্যাগটির পেছনের গল্প বেশ চমকপ্রদ। ১৯৮৪ সালে প্যারিস থেকে লন্ডন যাওয়ার পথে একটি বিমানে হার্মেসের তৎকালীন প্রধান নির্বাহী জঁ-লুই দ্যুমার পাশে বসেছিলেন অভিনেত্রী জেন বার্কিন। তখন জেন অভিযোগ করেন যে, তিনি এমন কোনো চামড়ার ব্যাগ খুঁজে পাচ্ছেন না যা একই সাথে স্টাইলিশ এবং ব্যবহারিক। বিমানযাত্রার সেই সময়েই দ্যুমা একটি ব্যাগের নকশা আঁকেন, যা দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি যথেষ্ট আকর্ষণীয় হবে। সেই নকশা থেকেই জন্ম নেয় কালজয়ী ‘বার্কিন ব্যাগ’।

 

জেন বার্কিন তার প্রথম এই ব্যাগটি প্রায় ৯ বছর একটানা ব্যবহার করেছিলেন। চামড়ার তৈরি ব্যাগটির ফ্ল্যাপে তার নামের আদ্যক্ষর (J.B.) খোদাই করা আছে। নিলামে অংশ নেওয়া অনেকেই ব্যাগটি কেনার জন্য উদগ্রীব ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত টেলিফোনে অংশ নেওয়া এক জাপানি সংগ্রাহক অবিশ্বাস্য মূল্যে এটি কিনে নেন।

 

নিলামে পরাজিত এক ক্রেতা জানান, "আমরা ২.২ মিলিয়ন ডলারের বাজেট নিয়ে এসেছিলাম, কিন্তু এটি প্রায় চারগুণ দামে বিক্রি হয়েছে, যা হতাশাজনক।"

 

উল্লেখ্য, জেন বার্কিন ২০২৩ সালে ৭৬ বছর বয়সে মারা যান। তিনি ১৯৯৪ সালে ক্যান্সার রোগীদের সহায়তার জন্য তার প্রিয় ব্যাগটি নিলামে তুলেছিলেন। এরপর ২০০০ সালে এটি পুনরায় নিলামে উঠলে একজন ফরাসি সংগ্রাহক কিনে নেন। নিলাম সংস্থার মতে, এটি এখন পর্যন্ত নিলামে বিক্রি হওয়া বিশ্বের সবচেয়ে দামি ফ্যাশন সামগ্রী।

 

তথ্যসূত্র বার্তাসংস্থা রয়টার্স

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন