আন্তর্জাতিক

বড় কুচকাওয়াজের আগে আরও সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি কিম জং উনের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৫ই অক্টোবর ২০২৫ ১০:০৯:২৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন কোরীয় উপদ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক শক্তির জবাবে অতিরিক্ত সামরিক ব্যবস্থা গ্রহণ এবং আরও কৌশলগত সম্পদ বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বড় সামরিক কুচকাওয়াজের প্রস্তুতির মধ্যেই এই হুঁশিয়ারি দিলেন তিনি।

রবিবার (৫ই অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-র এক প্রতিবেদনে কিম জং উনকে উদ্ধৃত করে বলা হয়েছে, 'দক্ষিণ কোরিয়ায় মার্কিন বাহিনীর শক্তি বৃদ্ধির অনুপাতে এই অঞ্চলে আমাদের কৌশলগত স্বার্থও বেড়েছে এবং সেই অনুযায়ী আমরা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে বিশেষ সম্পদ বরাদ্দ করেছি।'

 

আসন্ন কুচকাওয়াজের আগে একটি সামরিক প্রদর্শনী অনুষ্ঠানে কিম বলেন, 'আমি বিশ্বাস করি, আমাদের শত্রুদের তাদের নিরাপত্তা পরিবেশ কোন দিকে যাচ্ছে, তা নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত।" তিনি আরও বলেন, মার্কিন বাহিনীর শক্তি বৃদ্ধির প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া "নিঃসন্দেহে অতিরিক্ত সামরিক ব্যবস্থা গ্রহণ করবে।'

 

কিমের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন কিছুদিন আগেই দক্ষিণ কোরিয়া জানায় যে পিয়ংইয়ং বিপুল পরিমাণে উচ্চ সমৃদ্ধ ও অস্ত্র-গ্রেড ইউরেনিয়াম সংগ্রহ করেছে, যা দেশটির পারমাণবিক উপাদানের ভান্ডার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির ইঙ্গিত দেয়।

 

আগামী ১০ই অক্টোবর, শুক্রবার, কিম জং উন ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশাল সামরিক কুচকাওয়াজে নেতৃত্ব দেবেন বলে কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, এই অনুষ্ঠানে উত্তর কোরিয়া তাদের সর্বাধুনিক অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা বিশ্লেষকদের উদ্ধৃত করে জানিয়েছে, এই কুচকাওয়াজে পিয়ংইয়ং পরবর্তী প্রজন্মের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'হোয়াসং-২০' প্রদর্শন করতে পারে।

 

সূত্র: আল জাজিরা

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন