আন্তর্জাতিক, ইউরোপ

বয়কটের মুখে বন্ধ হয়ে গেল বেলজিয়ামের ইসরায়েলি চেইন রেস্তোরাঁ ‘বোকার টোভ’

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বেলজিয়ামের এন্টওয়ার্প-ভিত্তিক 'ইসরায়েলি' খাবারের চেইন ‘বোকার টোভ’ তাদের দেউলিয়া ঘোষণা করেছে এবং এন্টওয়ার্পে অবস্থিত তাদের সর্বশেষ রেস্তোরাঁটি বন্ধ করে দিয়েছে। এর আগে ২০২৫ সালের শুরুর দিকে তাদের ঘেন্ট এবং ব্রাসেলসের শাখাগুলোও বন্ধ হয়ে যায়। এন্টওয়ার্পের শাখাটি বন্ধের মাধ্যমে একসময়ের জমজমাট এই ব্যবসাটি পুরোপুরি গুটিয়ে নেওয়া হলো।

রেস্তোরাঁটির মালিকপক্ষ এই পতনের জন্য গাজায় হামলার পর সৃষ্ট পরিস্থিতিকে দায়ী করেছেন। তারা দাবি করেছেন, 'অনলাইন বিদ্বেষ' এবং ইসরায়েল বিরোধী বয়কটের কারণেই তাদের বিশাল ক্ষতির মুখে পড়তে হয়েছে। মালিকপক্ষ একে 'অ্যান্টি-সেমিটিজম' বা ইহুদি বিদ্বেষ হিসেবেও অভিহিত করেছেন।

 

উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার এন্টওয়ার্পের শাখাটি পরিদর্শন করে এই ধরনের বিদ্বেষের নিন্দা জানিয়েছিলেন।

তবে আর্থিক নথি পর্যালোচনা করে দেখা গেছে ভিন্ন চিত্র। 

 

নথি অনুযায়ী, ২০২১ সাল থেকেই চেইনটি ঋণের বোঝায় জর্জরিত ছিল এবং অপরিকল্পিত ও দ্রুত সম্প্রসারণের কারণে সংকটে পড়েছিল। গত বছর প্রতিষ্ঠানটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়, যা ইঙ্গিত দেয় যে ব্যবসায়িক ভুল সিদ্ধান্তগুলোই মূলত এই দেউলিয়াত্বের প্রাথমিক কারণ।

 

সবচেয়ে ভালো সময়ে বেলজিয়াম জুড়ে চেইনটির চারটি শাখা চালু ছিল। এর মধ্যে দুটি এন্টওয়ার্পে, একটি ঘেন্টে এবং একটি ব্রাসেলসে। এন্টওয়ার্পের শাখাটি ঐতিহাসিক ইহুদি অধ্যুষিত এলাকায় অবস্থিত ছিল, যেখানে প্রায় ২০ হাজার অর্থোডক্স ইহুদি বসবাস করেন। 

 

মূলত ব্যবসায়িক দুর্বলতা থাকলেও, বেলজিয়াম ও ইউরোপজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে চলমান বয়কট এই পরিস্থিতিতে প্রভাব ফেলেছে। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে তিন শতাধিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ৮৭৫ জন শিল্পী ইসরায়েলি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই বয়কটে শামিল হয়েছেন।

 

সূত্র: রয়া নিউজ

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন