ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার বলেছেন যে তিনি ফিলিস্তিনিদের সাথে শান্তি চান, তবে যেকোনো ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রকে ইসরায়েলকে ধ্বংস করার একটি প্ল্যাটফর্ম হিসেবে আখ্যায়িত করেছেন।
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের সময় তিনি এই মন্তব্য করেন।
নেতানিয়াহু জোর দিয়ে বলেন, নিরাপত্তার সার্বভৌম ক্ষমতা ইসরায়েলের হাতেই থাকতে হবে। তিনি ২০২৩ সালের ৭ই অক্টোবরে গাজা উপত্যকা থেকে হামাসের ইসরায়েলে হামলার উদাহরণ টেনে এটিকে ফিলিস্তিনি রাষ্ট্রের বিরুদ্ধে প্রমাণ হিসেবে উপস্থাপন করেন, যেখানে হামাস নিয়ন্ত্রণে ছিল।
ট্রাম্প অবশ্য দ্বি-রাষ্ট্র সমাধান প্রশ্নে নেতানিয়াহুর ওপরই সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন। ফিলিস্তিনিরা ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে দুর্বল করার অভিযোগ এনেছে।
তথ্যসূত্র বার্তাসংস্থা রয়টার্স।
ডিবিসি/এমইউএ