বিনোদন

ভাইরাল সিলেটি লোকগান 'নয়া দামান'

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ২৮শে এপ্রিল ২০২১ ০৩:৪১:০২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কঠোর বিধিনিষেধের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সিলেটের লোকগীতি নয়া দামানের রিমিক্স ভার্সন।

প্রবাসী শিল্পী মুজা ও তোশিবার গাওয়া এই গানের সাথে সূচনা ইসলাম ও অন্যদের নাচের এই ভিডিওটি দেখা হয়েছে প্রায় পৌনে এক কোটি বার। কথা সিলেটের হলেও ভাইরাল হওয়া গানটি ধারণ হয় খুলনার একটি বিয়েতে। বিয়ের কনেই যার মূল শিল্পী।  

নিজের গায়ে হলুদের অনুষ্ঠানে কনে সুচনা ইসলাম ও তার আত্মীয় পরিজনদের নাচের ভিডিওটি শখের বসেই ধারণ করা হয়েছিল।

কিন্ত লোকগানের মনকাড়া কথা সুর আর সাবলিল পরিবেশনার গুনে গানটি ঝড় তোলে স্যোশাল মিডিয়াতে। ছায়াছবি প্রোডাকশনের পেইজে মাত্র একমাসে গানটি  শোনা বা দেখা হয়েছে প্রায় পৌনে এক কোটি বার।  

ভিডিও চিত্রের নির্মাতা সানি রহমান জানান, একেবারেই শখের বসেই তা বানানো হয়েছিল। 

ভাইরাল হওয়ার পর এখন টিকটক, লাইকির মত প্ল্যাটফর্মে গানটি নিয়ে ভিডিও তৈরির হিড়িক পড়ে গেছে। আলোচিত ভাইরাল গানটির ভিডিও চিত্রের মূল চরিত্রে থাকা সুচনা ইসলাম একজন মেডিক্যাল শিক্ষার্থী। খুলনাতেই থাকেন তিনি।   

আরও পড়ুন