বাংলাদেশ, জেলার সংবাদ

ভাঙা সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানালেন হাসনাত আব্দুল্লাহ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ১০ই অক্টোবর ২০২৫ ১১:০১:২০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লার দেবিদ্বার উপজেলার (দেবিদ্বার-চান্দিনা) আঞ্চলিক সংযোগ সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (১০ই অক্টোবর) সকালে গণসংযোগে গিয়ে উপজেলার কাচিসার এলাকায় এ প্রতিবাদ করেন তিনি।

দেবিদ্বার-চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার মধ্যে সংযোগ স্থাপন করে না, এটি ঢাকা-চট্টগ্রাম এবং কুমিল্লা-সিলেট মহাসড়কেরও সংযোগ সড়ক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, দীর্ঘ সময় ধরে প্রায় সাড়ে ১৪ কিলোমিটারের এই সড়কটি সংস্কার না হওয়ায় এটি ভেঙে গিয়ে অসংখ্য বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। এই ভাঙা এবং গর্তময় রাস্তা পার হতে যাত্রীরা প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে থাকে। এর ফলে নিয়মিতভাবে যাত্রীবাহী যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে, যা মানুষের জীবনকে বিপন্ন করছে।

 

হাসনাত আব্দুল্লাহর এই প্রতিবাদে এলাকার সাধারণ মানুষও যোগ দেন।

 

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যদি রাস্তা ঠিক না করা হয়, তবে তার চেয়ে ভালো হয় রাস্তায় মাছ চাষ করা হোক। মাছ চাষ করলেও মানুষ অন্তত কিছু মাছ খেতে পারবে।’

 

তিনি আরও বলেন, ‘দেবিদ্বারের রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ যে, এখানে মাছ ছেড়ে চাষ করার মতো পরিস্থিতি। আপনারা এই গর্তগুলোতে জিয়ল (দেশি) মাছ ছাড়বেন। আমি মাছ ছাড়ছি, আপনারাও ছাড়ুন, তাতে যদি কোনো কাজ হয়।’

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন