খেলাধুলা, ক্রিকেট

ভারতকে হারিয়ে সিরিজে সমতা আনল দ. আফ্রিকা

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের দেয়া ৩৫৯ রানের পাহাড়সম টার্গেট টপকে সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা। কোহলি-রুতুরাজের সেঞ্চুরির জবাবে মার্করামের সেঞ্চুরি আর ম্যাথিউ-ব্রেভিসের ফিফটির পর করবিন বসের ব্যাটিং নৈপুণ্যে ৪ উইকেটের জয় পায় প্রোটিয়ারা।

বুধবার (৩রা ডিসেম্বর) রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দ. আফ্রিকা।

 

আগে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খেলেও পরবর্তীতে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভিরাট কোহলি ও রুতুরাজ গায়েকায়াড়। ভিরাটের টানা দ্বিতীয় সেঞ্চুরির দিনে গায়কোয়াড় দেখা পান ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের রেকর্ড ১৯৫ রানের পার্টনারশিপে ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রান সংগ্রহ করে ভারত।

 

জবাবে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের উইকেট হারালেও দক্ষিণ আফ্রিকার রানের চাকা সচল রাখেন এইডেন মার্করাম ও টেম্বা বাভুমে। বাভুমা ফেরেন ৪৬ রানে। শতক হাঁকিয়ে ১১০ রানে ফেরেন মার্করাম।

 

এরপর হাল ধরেন ম্যাথিউ ও ব্রেভিস। দু’জনই হাঁকান ফিফটি। আর শেষটায় কেশব মহারাজকে সঙ্গে নিয়ে ম্যাচ জিতিয়ে ফেরেন করবিন বস।

 

আগামী শনিবার বিশাখাপত্তনমে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দু'দল।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন