ভারত-পাকিস্তান সংঘাত

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে সাইরেনের শব্দ-ব্ল্যাকআউট

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৮ই মে ২০২৫ ১১:০৩:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকা লক্ষ্য করে পাকিস্তানের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইকোনমিক টাইমস এর এক প্রতিবেদনে।

ভারতশাসিত জম্মু-কাশ্মীরে সাইরেনের শব্দ এবং ব্ল্যাকআউট হয়ে যাওয়ার খবর জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা, বৃহস্পতিবার (৮ই মে) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইকোনমিক টাইমস এ তথ্য জানায়।

 

ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বলেছে, বৃহস্পতিবার (৮ই মে) স্থানীয় সময় সকালের দিকে জম্মু-কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাটসহ দেশের ১৫টি শহরে সামরিক স্থাপনা নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। তবে এসব হামলায় ভারতে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

 

ভারতের বিভিন্ন শহরে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের জবাবে বৃহস্পতিবার (৮ই মে) সকালে একই মাত্রার হামলা পাকিস্তানে করা হয়েছে বলে দাবি করেছে ভারতের সামরিক বাহিনী।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিস্ক্রিয় করা হয়েছে।

 

ডিবিসি/ নাসিফ

আরও পড়ুন