বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ আহরণের অপরাধে ভারতীয় পতাকাবাহী ফিশিং ট্রলারসহ ভারতীয় ১৬ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। পরে ট্রলার ও জেলেদেরকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের উদ্ধৃতি দিয়ে মোংলা থানা পুলিশ জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা।
গতকার বুধবার সমুদ্রসীমায় টহলরত কোস্ট গার্ডের জাহাজ ‘ঝড়’ নামের ১টি ট্রলারসহ ১৬ জন ভারতীয় জেলেকে আটক করে। পরে রাতে আটক ট্রলার ও জেলেদেরকে মোংলা কোস্ট গার্ড দপ্তরে আনা হয়। এরপর ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির ৪শ কেজি মাছ নিলাম ১ লাখ ১১ হাজার টাকায় বিক্রি করা হয়। আটক ট্রলার ও জেলেদেরকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনায় কোস্ট গার্ডের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে আটক জেলেদেরকে জেলহাজতে পাঠানো হবে।
ডিবিসি/এএনটি