আন্তর্জাতিক, ভারত

ভারতের অগ্রগতি দেখে হিংসায় পুড়ে যাচ্ছেন ট্রাম্প: ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১০ই আগস্ট ২০২৫ ০৫:০১:২৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রবিবার (১০ই আগস্ট) ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের উপর নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেন, ভারতের ক্রমবর্ধমান উন্নতি দেখে হিঙসায় পুড়ে যাচ্ছেন ট্রাম্প!

মধ্যপ্রদেশে একটি অনুষ্ঠানে বিজেপির এই নেতা বলেন, বিশ্বের কোনো শক্তিই ভারতের পরাশক্তি হয়ে ওঠাকে রুখতে পারবে না। ট্রাম্পকে কটাক্ষ করে তিনি মন্তব্য করেন, ‘আমিই তো সবার সেরা (সবকা বস), তাহলে ভারত এত দ্রুত কীভাবে এগিয়ে যাচ্ছে?’ এই মনোভাব নিয়েই কিছু দেশ ভারতের অগ্রগতিকে ভালো চোখে দেখছে না।

 

রাজনাথ সিং আরও বলেন যে, ভারতীয় পণ্য যাতে আন্তর্জাতিক বাজারে আরও ব্যয়বহুল হয়ে ওঠে, সেই চেষ্টা করা হচ্ছে, যাতে অন্য দেশগুলো তা কেনা থেকে বিরত থাকে। তবে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে, ভারত যে গতিতে এগোচ্ছে, তাতে কোনো কিছুই তার পরাশক্তি হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

 

সম্প্রতি, ডোনাল্ড ট্রাম্প ভারতীয় আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর পাশাপাশি, রাশিয়া থেকে ভারতের তেল কেনা অব্যাহত রাখায় অতিরিক্ত আরও ২৫ শতাংশ জরিমানা ধার্য করেছেন। সেইসাথে ট্রাম্প ভারতের অর্থনীতিকে 'মৃত' বলেও কটাক্ষ করেন ক্ষমতাধর এই প্রেসিডেন্ট।

 

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন