আন্তর্জাতিক, ভারত

ভারতের আসামে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ২ জাতি গোষ্ঠীর সংঘর্ষ, নিহত ২

কোলকাতা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ভারতের আসামের কোকরাঝাড়ে ২ জনজাতি গোষ্ঠীর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাতের একটি দুর্ঘটনাকে ঘিরে সূত্রপাত হওয়া এ সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এবং এলাকায় সেনা ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স (র‍্যাফ) মোতায়েন করা হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় সোমবার (১৯ জানুয়ারি) রাতে, যখন কোকরাঝাড় থানার অন্তর্গত কারিগাঁও ফাঁড়ি এলাকার মানসিংহ রোডে একটি স্করপিও গাড়ি স্থানীয় জনজাতি গোষ্ঠীর ২ ব্যক্তিকে ধাক্কা মারে। গাড়িতে চালক-সহ মোট ৩ জন ছিলেন, যারা বোড়ো জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। দুর্ঘটনার পর স্থানীয় জনতা চলন্ত গাড়িতে পাথরবৃষ্টি শুরু করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নিয়ে পার্শ্ববর্তী গর্তে পড়ে যান। 

 

এরপর উত্তেজিত জনতা চালক শিখনা জওয়ালাও বিস্মিতকে গাড়ি থেকে টেনে বের করে বেধড়ক মারধর করে, যার ফলে গণপিটুনিতে তার মৃত্যু হয়। গাড়ির বাকি যাত্রীদের উপরেও হামলা চালানো হয়, তবে নিরাপত্তারক্ষীরা তাদের উদ্ধার করতে সক্ষম হন।

 

মঙ্গলবার (২০ জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনায় আহত স্থানীয় ব্যক্তি সুনীল মুর্মুর মৃত্যু হলে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ জনতা ও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করে। বিক্ষোভকারীরা জাতীয় সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে, যার ফলে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। শুধু তাই নয়, এলাকার একাধিক ঘরবাড়ি এবং একটি সরকারি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। স্থানীয় থানা ঘেরাও করা হয় এবং পুলিশের উপরও হামলার অভিযোগ ওঠে

 

পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি আটকাতে এলাকায় সেনা ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স (র‍্যাফ) নামানো হয়েছে। প্রশাসন জানিয়েছে, গুজব ও ঘৃণা ছড়ানো রুখতে ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 

 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ২৯ জনকে আটক করা হয়েছে এবং বাকিদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। প্রশাসনের দাবি, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন