ভারতের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৫, সকাল ১০টায় সংসদ ভবনে ভোটগ্রহণ শুরু হয় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম ব্যক্তি হিসেবে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন।
এবারের নির্বাচনে ক্ষমতাসীন এনডিএ জোটের প্রার্থী বর্ষীয়ান বিজেপি নেতা ও মহারাষ্ট্রের রাজ্যপাল সি. পি. রাধাকৃষ্ণাণ। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধী 'ইন্ডিয়া' জোটের প্রার্থী, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডি।
সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে এই ভোটগ্রহণ চলবে। লোকসভা ও রাজ্যসভার সাংসদেরা এই নির্বাচনে ভোট দিয়ে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করবেন। গোপন ব্যালটের মাধ্যমে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজ সন্ধ্যা ৬টা থেকে ভোট গণনা শুরু হবে এবং রাতেই ফল ঘোষণার কথা রয়েছে।
সংসদের উভয় কক্ষ মিলিয়ে মোট ৭৮১ জন সাংসদ (কয়েকটি আসন শূন্য থাকায়) এবারের নির্বাচনে ভোটার। জয়ের জন্য প্রয়োজন ৩৯১টি ভোট। সংখ্যার নিরিখে এনডিএ জোটের প্রার্থী সি. পি. রাধাকৃষ্ণাণ অনেকটাই এগিয়ে রয়েছেন।
শাসক জোটের হাতে প্রায় ৪২৭ জন সাংসদের সমর্থন রয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, বিরোধী 'ইন্ডিয়া' জোটের পক্ষে প্রায় ৩১৫ জন সাংসদ রয়েছেন। বিজু জনতা দল, ভারত রাষ্ট্র সমিতি এবং শিরোমণি অকালি দলের মতো কয়েকটি দল এই নির্বাচনে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, পূর্ববর্তী উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় গত ২১শে জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আকস্মিকভাবে পদত্যাগ করায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভারতের সংবিধান অনুযায়ী, উপরাষ্ট্রপতি পদাধিকারবলে রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।
ভোটগ্রহণ শুরু হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন সহ অন্যান্য সাংসদেরাও দিনের প্রথম ভাগেই ভোট দেন। নির্বাচনকে কেন্দ্র করে সংসদ ভবন চত্বরে সকাল থেকেই সাজো সাজো রব।
তথ্যসূত্র হিন্দুস্তান টাইমস।
ডিবিসি/এমইউএ