ভারত-পাকিস্তান সংঘাত

ভারতের কাশ্মীর আর পাঞ্জাবেও বিস্ফোরণের শব্দ

বিবিসি, বাংলা

ডিবিসি নিউজ

শনিবার ১০ই মে ২০২৫ ১২:৪০:৩২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারত–পাকিস্তান সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাবের বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। পাঠানকোটে এখন রয়েছেন বিবিসির সংবাদদাতা জুগল পুরোহিত। তিনি জানাচ্ছেন, তিনি নিজে এবং সঙ্গী ক্যামেরাম্যান অন্তরিক্ষ জৈন বেশ কয়েকটা বিস্ফোরণের শব্দ শুনেছেন, আর আকাশে ঝলকানি দেখতে পেয়েছেন।

তিনি বলছেন, “ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হচ্ছে যে, ড্রোন হামলা হচ্ছে। ড্রোনগুলো ধ্বংস করার প্রচেষ্টা চলছে। পুরো শহরে ব্ল্যাক আউট চলছে।“ অন্যদিকে পাঞ্জাবের অমৃতসর শহরে রয়েছেন বিবিসির রবিন সিং রবিন। তিনি বলছেন, “শহরে একের পর এক বিস্ফোরণের শব্দ আসছে। একই সঙ্গে ড্রোন দেখাও যাচ্ছে। বিমানবাহিনীর ঘাঁটির কাছে গুলির শব্দও শোনা গেছে। তবে কর্মকর্তারা বলছেন, এই হামলায় কারও মৃত্যু হওয়ার খবর নেই।“

 

ভারত শাসিত কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে বিবিসির সংবাদদাতা মাজিদ জাহাঙ্গীর জানাচ্ছেন, “শ্রীনগর আর অবন্তীপুরায় বেশ কয়েকটি বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। কাশ্মীরের বেশিরভাগ জায়গাতেই বিদ্যুৎ নেই।“

 

ওদিকে ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ অঞ্চলে আছেন বিবিসির রাঘবেন্দ্র রাও। তিনি জানাচ্ছেন, “পুঞ্চে গতকাল আর আজ গোলাগুলি চলছে, যাতে একজনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন।

 

জম্মুতে আছেন বিবিসির দিব্যা আরিয়া। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন যে, রাতে সেখানেও বিস্ফোরণ হয়েছে।

তার কথায়, “এলাকাটা অস্বাভাবিক রকম চুপচাপ। মানুষ ঘরে রয়েছেন। দিনের বেলায় পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু সন্ধ্যা হতেই পরিস্থিতি বদলে গেছে।“

আরও পড়ুন