আন্তর্জাতিক, ভারত

ভারতের জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে ১০ সেনা সদস্য নিহত

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় এক সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর ১০ জন জওয়ান নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) একটি বুলেটপ্রুফ সেনা ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাতে পড়ে গেলে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ১০ জন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন।

 

সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িটি ছিল একটি ‘ক্যাস্পির’ বুলেটপ্রুফ যান। গাড়িটি একটি বিশেষ অভিযানের উদ্দেশ্যে জওয়ানদের নিয়ে খান্নি টপ এলাকার ভাদেরওয়াহ-চাম্বা আন্তঃরাজ্য সড়ক দিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে পাশের গভীর গিরিখাতে পড়ে যায়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজ শুরু হয় এবং গুরুতর আহত ১০ জন জওয়ানকে দ্রুত চিকিৎসার জন্য বিমানে করে (এয়ারলিফ্ট) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

এই  ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বলেন, ডোডায় এক দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী ভারতীয় সেনার প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। দেশমাতৃকার জন্য তাদের এই অসামান্য সেবা এবং সর্বোচ্চ ত্যাগ আমরা সর্বদা স্মরণ করব। এই শোকের মুহূর্তে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল।

 

লেফটেন্যান্ট গভর্নর আরও উল্লেখ করেন যে, এই কঠিন সময়ে সমগ্র জাতি শোকাহত পরিবারের পাশে সংহতি ও সমর্থন নিয়ে ঐক্যবদ্ধ রয়েছে। তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যাতে আহত জওয়ানরা সর্বোত্তম চিকিৎসা সেবা পান তা নিশ্চিত করা হয়। বর্তমানে আহতদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন