জাতীয় স্বার্থের বিষয়গুলিতে বাংলাদেশের ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের রাজ্যসভার অধিবেশনে করা রনদীপ সিং নামে কংগ্রেসের এক এমপির প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওই এমপি বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালতানাত-ই-বাংলা নামের একটি ইসলামপন্থি গোষ্ঠী তথাকথিত ‘গ্রেটার বাংলাদেশ’ নামের একটি মানচিত্র প্রকাশ করে। সেই মানচিত্রে ভারতের একাধিক রাজ্যকে বাংলাদেশি ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানতে চান তিনি।
জবাবে জয়শঙ্কর বলেন, 'এই ইস্যুতে বাংলাদেশের সরকারের ফ্যাক্টচেকার প্ল্যাটফরম বাংলাফ্যাক্ট জানিয়েছে যে, ২০২৫ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ইতিহাস সম্পর্কিত প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে মধ্যযুগের বাংলার একটি মানচিত্র প্রদর্শন করা হয়। ওই প্রদর্শনীর যারা আয়োজক ছিলেন তাদের দাবি, কোনো বিদেশি সংস্থা বা গোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ক নেই। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে ‘সালতানাত-ই-বাংলা’ নামের কোনো সংগঠন বা গোষ্ঠীর অস্তিত্ব বাংলাদেশে নেই।'
জয়শঙ্কর বলেন, 'আমরা জাতীয় স্বার্থ সংক্রান্ত বিষয়গুলোতে বাংলাদেশের প্রতি বিশেষভাবে মনোযোগী। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ওপর আমরা নিবিড় নজর রাখছি এবং অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এগোচ্ছি।'
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
ডিবিসি/এমএআর