ভারতের ওড়িশার পুরীতে রথযাত্রা চলাকালীন পদপিষ্ট হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ভারতীয় সংবাদমাধ্যম এডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটে আজ (২৯শে জুন) ভোর ৪:৩০ মিনিটের দিকে শ্রী গুণ্ডিচা মন্দিরের কাছে, যেখানে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী শুভদ্রার রথ তিনটি পৌঁছেছিল। জগন্নাথ মন্দির থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত এই গুণ্ডিচা মন্দিরের কাছে রথ পৌঁছালে দর্শনের জন্য পুণ্যার্থীদের বিশাল ভিড় জমে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড় বাড়তে থাকলে উপস্থিত জনতার মধ্যে ঠেলাঠেলি শুরু হয়। এক পর্যায়ে কিছু মানুষ মাটিতে পড়ে গেলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং পদদলিত হওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন খুরদা জেলার বাসিন্দা প্রভাতী দাস, বাসন্তী সাহু এবং ৭০ বছর বয়সী প্রেমকান্ত মোহান্তি। তারা সবাই রথযাত্রায় অংশ নিতে পুরীতে এসেছিলেন।
এদিকে, স্থানীয় গণমাধ্যম পুলিশের ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার অপ্রতুলতা নিয়ে প্রশ্ন তুলেছে। অভিযোগ উঠেছে, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল না।
পুরীর জেলাশাসক সিদ্ধার্থ শঙ্কর সোয়াইন জানিয়েছেন, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি দাবি করেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও ভিড় হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডিবিসি/এমইউএ