দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে বহু আকাঙ্ক্ষিত জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই সাফল্যে ফুটবলারদের প্রশংসায় ভাসালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৮ই নভেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকের মাধ্যমে দেয়া বিশেষ পোস্টে ফুটবলারদের প্রশংসা করেন তিনি।
বিদেশে অবস্থান করলেও বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রতি তার গভীর মনোযোগের বিষয়টি উঠে এসেছে ভারতের বিপক্ষে জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তার এই বিশেষ পোস্টে।
খেলোয়াড়দের শৃঙ্খল, ঐক্য এবং আত্মবিশ্বাসের প্রশংসা করে তিনি লিখেছেন, ২২ বছর পর আজ ফুটবল মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় আমাদের সবাইকে মনে করিয়ে দিল শৃঙ্খলা, ঐক্য এবং আত্মবিশ্বাস থাকলে আমরা কী অর্জন করতে পারি। শুরুতে মোরসালিনের গোল এবং দলের অদম্য উদ্দীপনা কোটি কোটি মানুষের হৃদয়ে খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে নতুন আশা জ্বালিয়ে দিয়েছে।
বাংলাদেশী ফুটবলারদের ভূয়সী প্রশংসা করে তারেক রহমান আরও মন্তব্য করেন যে তারা এখন দেশের যুব সমাজের জন্য অনুপ্রেরণা এবং বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতির দূত। তার বিশ্বাস, দেশের ক্রীড়াঙ্গনে এক উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে যেখানে প্রতিভার সঠিক লালন হবে, স্বপ্নকে সমর্থন দেওয়া হবে এবং বাংলাদেশের পতাকা আরও উঁচুতে উড়বে।
এদিকে, ভারতের বিপক্ষে এই অসাধারণ জয়ের পর বাংলাদেশ ফুটবল দল এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জ্ঞাপন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
ডিবিসি/এএমটি