তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পণ্যের ওপর ভারতের আরোপিত শুল্ক এবং সৌরবিদ্যুৎ খাতে দেওয়া ভর্তুকির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে চীন।
শুক্রবার (১৯শে ডিসেম্বর) চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বেইজিং দাবি করেছে, ভারতের এসব শুল্ক ও ভর্তুকি নীতি দেশটির অভ্যন্তরীণ শিল্পকে অন্যায্য প্রতিযোগিতামূলক সুবিধা দিচ্ছে, যা চীনের স্বার্থ ক্ষুণ্ণ করছে। চীনের মতে, ভারতের এসব পদক্ষেপ ডব্লিউটিও-এর আন্তর্জাতিক বাণিজ্য বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
চীনা বাণিজ্য মন্ত্রণালয় আরও জানায়, আমরা আবারও ভারতকে ডব্লিউটিওতে দেওয়া তাদের প্রতিশ্রুতি মেনে চলার এবং এই ভুল নীতিগুলো অবিলম্বে সংশোধন করার জোর আহ্বান জানাচ্ছি।
মূলত আইসিটি পণ্য এবং নবায়নযোগ্য শক্তির অন্যতম উৎস সৌর প্যানেল বা ফটোভোলটাইক পণ্যের বাজার নিয়ে দুই দেশের মধ্যে এই বাণিজ্যিক বিরোধের সূত্রপাত।
তথ্যসূত্র রয়টার্স
ডিবিসি/এমইউএ