ভারী বর্ষণের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ভারতের হিমাচল প্রদেশজুড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। গত এক সপ্তাহে বন্যা ও বৃষ্টিজনিত ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে এবং রাজ্যজুড়ে প্রায় ৩০০ কোটি টাকার অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী জগৎ সিং নেগি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সিমলায় সংবাদ সংস্থা এএনআই-এর সাথে কথা বলার সময়, হিমাচল রাজ্যের মন্ত্রী জগৎ সিং নেগি নিশ্চিত করেন যে, কুল্লু এবং ধর্মশালার বিভিন্ন অংশে আকস্মিক বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বলেন, "এ বছর সময়ের অনেক আগেই বর্ষা এসে গেছে। আকস্মিক বন্যা, বিশেষ করে কুল্লু এবং ধর্মশালা অঞ্চলে, হঠাৎ করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। রাজ্যজুড়ে বৃষ্টিজনিত ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন প্রাণ হারিয়েছেন।"
কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৫ জুন কাংড়া ও কুল্লুতে সংঘটিত আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা আরও বেড়েছে। শনিবার কুল্লু জেলার বাকশাহাল গ্রামের নদীর ধার থেকে মূর্তি দেবী নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়। এর ফলে শুধু এই একটি ঘটনাতেই মৃতের সংখ্যা সাতে পৌঁছেছে।
ডিবিসি/এমইউএ