জেলার সংবাদ

ভারতের ‘উপহার’ ১০টি রেল ইঞ্জিন বাংলাদেশে পৌঁছেছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৮শে জুলাই ২০২০ ০৩:৩৯:৫৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের উপহারস্বরুপ ১০টি রেল ইঞ্জিন বাংলাদেশে এসে পৌঁছেছে।

সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ৩টায় ভারতের গেদে ষ্টেশন হয়ে চুয়াডাঙ্গার দর্শনা আর্ন্তজাতিক রেলওয়ে ষ্টেশনে এসে পৌঁছায় ব্রডগেজ লাইনের এই ইঞ্জিনগুলো। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রাণালয়, রেল মন্ত্রাণালয় ও হাইকমিশনের উর্দ্ধতন ব্যক্তিরা হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠানে যুক্ত হন।

ভিডিও কনফারেন্সে ভারতের রেল ও পররাষ্ট্র মন্ত্রাণালয়ের মন্ত্রীরা প্রতীকী পতাকা প্রদর্শন করলে ইঞ্জিনগুলো বাংলাদেশের উদ্দেশ্য ছেড়ে আসে। দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে এসে পৌঁছানোর পর ইঞ্জিনগুলোকে গ্রহণ করা হয়। পরে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে আনুষ্ঠানিকতা শেষে পার্বতীপুরে ৫টি ও ঈশ্বরদীর উদ্দেশ্যে ৫টি ইঞ্জিন পাঠানো হয়।

দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মনজুর-উল আলম চৌধুরী, পশ্চিম রাজশাহী রেলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, পশ্চিম রাজশাহী রেলের প্রধান প্রকৌশলী আল ফাত্তা মাসউদুর রহমান, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলি আজগর টগর, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম প্রমুখ।

এসময় বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মনজুর-উল আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার রেলওয়েকে আধুনিকায়ন করতে বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ভারত সরকারের ১০টি ব্রডগেজ ইঞ্জিন উপহার সেই উদ্যোগের অংশ। এটি আমরা ভারতের কাছ থেকে পুরোপুরিভাবে বিনামূল্যে পেয়েছি। ভারত সরকারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার আগে এটিকে উপহার হিসাবে মনে করছি।

আরও পড়ুন