ভারতের উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলার একটি মন্দিরে পদদলিত হয়ে দুজন মৃত্যু হয়েছে এবং অন্তত ২৯ জন আহত হয়েছেন। মন্দির চত্বরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আতঙ্ক ছড়িয়ে পড়লে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
ঘটনাটি ঘটে জেলার হায়দরগড় এলাকার আওসানেম্বর মহাদেব মন্দিরে, ২৭শে ও ২৮শে জুলাইয়ের মধ্যবর্তী রাতে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার উপলক্ষে 'জলাভিষেক' অনুষ্ঠানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিলেন।
জানা গেছে, রবিবার (২৭শে জুলাই) মধ্যরাত থেকে জলাভিষেক শুরু হয় এবং মন্দির চত্বর ভক্তদের ভিড়ে পরিপূর্ণ ছিল। রাত প্রায় ২টোর দিকে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং জীবন বাঁচাতে সবাই দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে, যার ফলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।
জেলা ম্যাজিস্ট্রেটের মতে, মন্দিরের উপরের একটি বৈদ্যুতিক তারে কয়েকটি বানর লাফানোর ফলে তারটি ছিঁড়ে টিনের চালের ওপর পড়ে যায়, যা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আতঙ্ক ছড়ায়।
এই বিশৃঙ্খল পরিস্থিতিতে দুজন ভক্ত ঘটনাস্থলেই মারা যান বলে জানা গেছে। আহত ২৯ জনকে হায়দরগড় ও ত্রিবেদীগঞ্জ কমিউনিটি হেলথ সেন্টারে (CHC) নিয়ে যাওয়া হয়। গুরুতর আহতদের জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বারাবাঙ্কির চিফ মেডিকেল অফিসার (CMO) অবধেশ কুমার যাদব জানিয়েছেন, "হায়দরগড় কমিউনিটি হেলথ সেন্টারে আনা রোগীদের মধ্যে একজনকে ছাড়া বাকি সবাইকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ত্রিবেদীগঞ্জ সিএইচসি-তে দশজনকে আনা হয়েছিল, যাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়। বাকিরা স্থিতিশীল এবং তাদের চিকিৎসা চলছে।"
বিশাল জনসমাগমের নিরাপত্তার কথা ভেবে মন্দিরে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। ঘটনার খবর পেয়ে দ্রুত আরও পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
তথ্যসূত্র এনডিটিভি।
ডিবিসি/এমইউএ