আন্তর্জাতিক, ভারত

ভারতে ইন্ডিগোর ফ্লাইটে যাত্রীকে চড় মারলেন আরেক যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১লা আগস্ট ২০২৫ ১০:৩১:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিমানের এক যাত্রীকে চড় মেরেছেন আরেক যাত্রী। আজ শুক্রবার (১লা আগস্ট) মুম্বাই থেকে কলকাতাগামী ইন্ডিগোর একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে।

বিমানে ওঠার পর এক যাত্রী হঠাৎ করে প্রবল মানসিক অস্থিরতায় ভুগতে শুরু করেন। ওই অবস্থায় পাশে বসে থাকা অপর যাত্রী আচমকা তাঁকে চড় মারেন, যার ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

ভিডিওতে দেখা যায়, দুই কেবিন ক্রু ওই বিপর্যস্ত যাত্রীকে সহানুভূতির সঙ্গে সাহায্য করছেন এবং তাঁকে বিমানের বাইরে নিয়ে যাচ্ছেন, ঠিক সেই সময়ই পাশের আসনে বসে থাকা এক যাত্রী তাঁকে সজোরে চড় মারেন। ঘটনার সময় এক সহযাত্রী ভিডিও করছিলেন এবং ঘটনার প্রতিবাদও জানান। তিনি প্রশ্ন করেন, "আপনি কেন ওনাকে মারলেন?" উত্তরে অভিযুক্ত যাত্রী বলেন, "ওর জন্য আমরা সমস্যায় পড়েছি।"

 

তবে তৎক্ষণাৎ ভিডিও ধারণকারী সহযাত্রী প্রতিবাদ করে বলেন, "হ্যাঁ, আমাদের সবাইকেই সমস্যা হচ্ছে, কিন্তু তাই বলে আপনি তাঁকে মারতে পারেন না।" তিনি ক্রু সদস্যদের অনুরোধ করেন যেন ওই অসুস্থ যাত্রীর জন্য পানি আনা হয় এবং বলেন, "উনি প্যানিক অ্যাটাকে ভুগছেন। ওনাকে একটু পানি দিন।"

 

এই ঘটনার পর পাইলট অভিযুক্ত যাত্রীকে বিমানে থাকার অনুমতি না দিয়ে নামিয়ে দেওয়ার নির্দেশ দেন। ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে, "আমাদের ফ্লাইটে ঘটে যাওয়া বিষয়টি অবগত। যেকোনো রকমের অশোভন ও সহিংস আচরণ আমাদের নীতির পরিপন্থী এবং আমরা তা কঠোরভাবে নিন্দা করি।"

 

বিমান সংস্থাটি আরও জানায়, অভিযুক্ত যাত্রীকে 'অশালীন' বলে চিহ্নিত করে বিমানবন্দরে পৌঁছানোর পর নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। 

সূত্র: এনডিটিভি

ডিবিসি/এমএআর

আরও পড়ুন