আন্তর্জাতিক, ভারত

ভারতে এবার ধর্ষণের শিকার ৭০ বছরের বৃদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২৬শে আগস্ট ২০২৪ ০৪:৫৮:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতে এবার নিজ বাড়িতে ধর্ষণের শিকার হয়েছেন ৭০ বছরের এক বৃদ্ধা। এই ঘটনায় অভিযুক্ত ২৯ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি  এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, ভুক্তভোগী বৃদ্ধা কেরালার কায়মকুকাম এলাকার বাসিন্দা। আর অভিযুক্ত ধনেশের বাড়ি কানাকাকুন্নু এলাকায়।


জানা যায়, গত শনিবার (২৪শে আগস্ট) রাতে বাড়িতে একা ছিলেন ৭০ বছর বয়সী ওই বৃদ্ধা। এই সুযোগে বাড়িতে ঢুকেই তার দিকে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন অভিযুক্ত যুবক। পরে বৃদ্ধাকে ধর্ষণ করেন তিনি।

এরপর ওই বাড়ি থেকে বেশ কিছু সোনার গহনা চুরি করে পালিয়ে যান ধনেশ। পরে সেগুলো বিক্রি করতে গিয়ে ধরা পড়েন তিনি।

পুলিশ জানায়, ধনেশ বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়েছিলেন। তিনি ওই বৃদ্ধার মোবাইল ফোনও ছিনিয়ে নিয়েছিলেন। ফলে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ভুক্তভোগী। পরে সকালে প্রতিবেশীরা বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশে খবর দেয়।

বৃদ্ধা সেদিন বাড়িতে একা ছিলেন জেনেই অভিযুক্ত যুবক তাকে নিশানা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ডিবিসি/ এসএসএস

আরও পড়ুন