ভারতের গুজরাট রাজ্যের সুরাটে ১১ তলার জানালা থেকে নিচে পড়ে গিয়েও অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে গেছেন এক বৃদ্ধ।
বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) সকালে সুরাটের জাহাঙ্গীরাবাদ এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রুদ্ধশ্বাস এক উদ্ধার অভিযানের পর তাকে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
জানা গেছে, অলৌকিক এই ঘটনাটি ঘটেছে ৫৭ বছর বয়সী নিতিন আদিয়া নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি জাহাঙ্গীরাবাদের একটি বহুতল আবাসনের ১১ তলার ফ্ল্যাটে বসবাস করেন। ঘটনার সময় তিনি নিজের ফ্ল্যাটের জানালার পাশেই ঘুমাচ্ছিলেন। জানালাটি খোলা ছিল। ঘুমের ঘোরেই তিনি আচমকা জানালার বাইরের দিকে গড়িয়ে যান এবং ১১ তলার উচ্চতা থেকে সোজা নিচে পড়ে যান। এত উঁচু থেকে পড়ে মৃত্যু নিশ্চিত থাকলেও, ভাগ্য যেন ঢাল হয়ে দাঁড়িয়েছিল তার সামনে। ১১ তলা থেকে পড়ার সময় নবম তলার একটি ফ্ল্যাটের জানালার মেটাল গ্রিলে তিনি আটকে যান।
প্রত্যক্ষদর্শীদের মতে, দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ। প্রায় এক ঘণ্টা ধরে নিতিন আদিয়া ওই গ্রিলের সঙ্গে ঝুলে ছিলেন। তার মাথা ছিল নিচের দিকে এবং পা আটকে ছিল উপরের দিকে। জীবন ও মৃত্যুর মাঝখানের এই ভয়াবহ মুহূর্তের একাধিক ছবি ও ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে দেখা যায়, ওই প্রৌঢ় বাঁচার আকুতিতে চিৎকার করছেন এবং নিজেকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।
বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে জরুরি পরিষেবা বিভাগে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছান। শুরু হয় শ্বাসরুদ্ধকর উদ্ধারকাজ। দমকল কর্মীরা ১১ তলা থেকে দড়ি এবং সেফটি বেল্টের সাহায্যে নিচে নেমে আসেন এবং নবম তলার গ্রিলে আটকে থাকা নিতিনকে নিরাপদে উদ্ধার করেন।
প্রায় এক ঘণ্টার চেষ্টার পর তাকে নবম তলার জানলা দিয়ে নিরাপদে ফ্ল্যাটের ভেতরে আনা হয়। উদ্ধারের পর পরই তাকে অ্যাম্বুল্যান্সে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বড় কোনো বিপদ ঘটেনি এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। নিতিন আদিয়ার পরিবারের সদস্যরা এই সফল উদ্ধারকাজের জন্য দমকল ও উদ্ধারকারী দলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।
ডিবিসি/এএমটি