মহামারি করোনাভাইরাসের তৃতীয় ঢেউ নিয়ে শঙ্কা না কাটতেই এরই মধ্যে ভারতের উত্তরপ্রদেশে শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপ।
গত কয়েকদিনেই দেশটির উত্তরপ্রদেশের বেশ কয়েকটি এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩২ শিশুসহ ৩৯ জনের মৃত্যু হয়েছে।
রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। বেশকিছু দিন ধরে ধরেই রাজ্যটিতে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছে বাসিন্দারা।
দেশটির স্বাস্থ্য বিভাগের অবহেলায় এমন পরিস্থিতি তৈরী হয়েছে বলে অভিযোগ তাদের। এছাড়াও হাসপাতালগুলোতেও ডেঙ্গু চিকিৎসার সংকট রয়েছে বলেও ক্ষোভ জানান তারা।