ভারতে নতুন করে প্রাণঘাতী নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে অস্ট্রেলিয়া। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার আজ এবিসি রেডিও ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্যমন্ত্রী বাটলার জানান, নিপাহ ভাইরাস কোভিড-১৯ বা ইনফ্লুয়েঞ্জার মতো বায়ুবাহিত নয়, ফলে এটি বাতাসের মাধ্যমে ছড়ায় না। সাধারণত আক্রান্ত ব্যক্তির অত্যন্ত ঘনিষ্ঠ সংস্পর্শ এবং শারীরিক তরল আদান-প্রদানের মাধ্যমেই এই রোগ সংক্রমিত হয়। দ্রুত পদক্ষেপ এবং কন্টেইনমেন্ট ব্যবস্থা গ্রহণ করা গেলে এর ব্যাপক বিস্তার রোধ করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গত এক মাসে ভারতে দুইজন নিপাহ আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর কর্তৃপক্ষ কন্ট্যাক্ট ট্রেসিং এবং নজরদারি বৃদ্ধি করেছে। এর প্রেক্ষিতে প্রতিবেশী অঞ্চলের বেশ কিছু বিমানবন্দরে আক্রান্ত এলাকা থেকে আসা যাত্রীদের জন্য অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা চালু করা হয়েছে। তবে মার্ক বাটলার স্পষ্ট করেছেন যে, অস্ট্রেলিয়া বর্তমানে তাদের বিদ্যমান স্বাস্থ্যবিধি বা প্রোটোকলে কোনো পরিবর্তন আনেনি। অসুস্থ যাত্রীদের জন্য দেশটিতে আগে থেকেই নির্দিষ্ট নিয়ম চালু রয়েছে এবং সরকার বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
নিপাহ একটি জুনোটিক ভাইরাস, যা প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মূলত বাদুড়ের মাধ্যমে এই ভাইরাস ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। এছাড়া দূষিত খাবার বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকেও সংক্রমণ হতে পারে। এই রোগের লক্ষণের মধ্যে সাধারণ জ্বর এবং শ্বাসকষ্ট থেকে শুরু করে মারাত্মক এনসেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহ দেখা দিতে পারে। পূর্বের রেকর্ড অনুযায়ী এই রোগে মৃত্যুর হার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে এবং বর্তমানে এর কোনো কার্যকর ভ্যাকসিন বা টিকা নেই।
সূত্র: দ্যা অস্ট্রেলিয়া টুডেই
ডিবিসি/টিবিএ