বাংলাদেশ, জাতীয়

ভারতে নিবন্ধিত রোহিঙ্গাদের বাংলাদেশে পুশইন বিএসএফের

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতীয় ক্যাম্পে ইউএনএইচসিআরের নিবন্ধিত রোহিঙ্গাদেরও বাংলাদেশে পুশইন করছে বিএসএফ।

গত (৭ই মে) কুড়িগ্রামের সোনারহাট সীমান্ত দিয়ে এমন পাঁচ রোহিঙ্গাকে পুশইন করা হয়। বিষয়টিকে আন্তর্জাতিক আইন পরিপন্থি, ন্যাক্কারজনক ও মানবাধিকারে চরম লঙ্ঘন বলছেন বিশ্লেষকরা। এ অবস্থায় দুর্বিষহ জীবনের মুক্তি ও নিজ দেশে ফেরার আশা ভুক্তভোগীদের।

 

মোহাম্মদউল্লাহ রোমানা দম্পতি। দুই বছর আগে তিন সন্তান নিয়ে মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে যান ভারত। সেখানে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। রাখা হয় আসাম রাজ্যের গোয়ালপাড়া মাটিয়া রিফিউজি ক্যাম্পের ডিটেনশন সেন্টারে।


গত বছর (২৪শে এপ্রিল) ওই ক্যাম্পে তাদের শরণার্থী হিসেবে তালিকাভুক্ত করে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের নয়াদিল্লি শাখা।

 

এরপরও ক্যাম্পে নির্যাতনের শিকার হতে হয় তাদের। সবশেষ (৭ই মে) চোখ মুখ বেঁধে বিএসএফ গাড়িতে তুলে তাদের কুড়িগ্রামের সোনারহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।

 

বর্তমানে নিবন্ধিত ওই পাঁচ শরণার্থী বিজিবির ২২ ব্যাটালিয়নের হেফাজতে আছেন।  

 

মানবাধিকারকর্মী এএএম মুনীর চৌধুরী বলেন, চলতি বছর বিভিন্ন সীমান্ত দিয়ে ৩শ'র বেশি ব্যক্তিকে পুশইন করেছে ভারত। যার মধ্যে প্রায় অর্ধশত রোহিঙ্গা। তাদের নির্যাতন, নিপীড়ন ও পুশইন করা মানবাধিকার লঙ্ঘন-ন্যাক্কারজনক বলছেন মানবাধিকারকর্মীরা।

 

আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক শামীম কামাল বলেন, রোহিঙ্গাদের বাংলাদেশে পুশইন পুরোপুরি বেআইনি৷ কেউ ভারতে প্রবেশ করলে ফরমাল চ্যানেলে ফেরত পাঠাতে হবে। পুশইন-পুশব্যাক প্রক্রিয়ায় নয়।

 

ডিবিসি/ নাসিফ

আরও পড়ুন